শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির রেকর্ডে বার্সার বড় জয়

চ্যাম্পিয়ন্স লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে বিশাল এক গোল করে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসি। গতকাল মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বার্সা।

এর মাধ্যমে ক্লাব পর্যায়ে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় টানা ১৬ মৌসুমে গোল করার ইতিহাস গড়েন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে দলের গোলের খাতা খোলেন মেসি। এর আগে চ্যাম্পিয়নস লিগে ষোলো মৌসুম গোল করার নজির আছে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি খেলোয়াড় রায়ান গিগসের। তবে মেসির মতো টানা ষোলো মৌসুমে গোল করতে পারেননি তিনি।

ফেরেন্সভারোসের বিপক্ষে গোলটির মাধ্যমে আরও দুটি কৃতিত্ব সমৃদ্ধ করেছেন মেসি। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ভিন্ন দলের বিপক্ষে গোল করার রেকর্ডটা আগে থেকেই মেসির দখলে। এবার হাঙ্গেরির ক্লাবটির বিপক্ষে গোল করে ভিন্ন দলের সংখ্যাটি ৩৬ এ নিয়ে গেলেন বার্সা অধিনায়ক।

আর এর আগে থেকেই প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটিও মেসির দখলে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ডিসেম্বরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবে নারীরা

সংবাদটি শেয়ার করুন