ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েতে কমবে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা

কুয়েতের সংসদে প্রবাসী কোটায় কর্মী কমাতে সর্বসম্মতিক্রমে একটি আইন পাস করা হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। কোন দেশ থেকে কত মানুষ কুয়েতে থাকতে পারবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশটির সরকারকে এক বছর সময় দেয়া হয়েছে।

কুয়েতের এই নতুন আইনে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, পাকিস্তান, নেপালের কর্মীরা।

নতুন আইনের খসড়ায় আগেই বলা হয়েছিল বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও ভিয়েতনাম থেকে কুয়েতের মোট জনসংখ্যার অনুপাতে মাত্র ৫ শতাংশ শ্রমিক নিয়োগ দেয়া যাবে। ভারতীয়রা ১৫ শতাংশ।

শ্রীলঙ্কা, ফিলিপাইন ও মিশর থেকে ১০ শতাংশ। এর বাইরে অন্য দেশ থেকে তিন শতাংশের বেশি কর্মী নেয়া যাবে না।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুসারে, কুয়েতের বর্তমান জনসংখ্যা ৪২ লাখ ৭০ হাজারের মতো।

খসড়ায় যে নির্দেশনার কথা বলা আছে, সেটি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি।

গত জুনে কুয়েতের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, কুয়েতের মোট জনসংখ্যার ৩০ শতাংশের বেশি প্রবাসী থাকতে পারবেন না। এখন রয়েছে প্রায় ৭০ শতাংশ!

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন