ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর জয়

পাইকগাছায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আনোয়ার ইকবাল মন্টু বিজয়ী হয়েছে।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু নৌকা প্রতীকে ৭৬ হাজার ৩শত ৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। বিএনপি’র প্রার্থী ডাঃ আব্দুল মজিদ ধানের শীষ প্রতিকে ২ হাজার ৯ শত ৭২ ভোট পেয়েছেন। উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট-৭৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অ্ফসিার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, মঙ্গলবার অনুষ্ঠেয় উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়েছে। ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারীতে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নৌকা প্রতিকের বিজয়ী প্রাথী আনোয়ার ইকবাল মন্টু তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, এ বিজয়কে শহীদ পিতা ও উপজেলা বাসির উদ্দেশ্য উৎসর্গ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপর দিকে বিকাল ৪টায় ধানের শীষ প্রতিকের প্রার্থী ডাঃ আব্দুল মজিদ তার বাস ভবনে সংবাদ সম্মেলন করে। তিনি ভোটের কারচুপির অভিযোগ এনে এ নির্বাচন বাতিল করে পুনরায় উপজেলা নির্বাচনে সিডিউল দেওয়ার দাবি করে সংবাদ সম্মেলনে করেছেন।

আনন্দবাজার/শাহী/ইমদাদ

সংবাদটি শেয়ার করুন