ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বুন্দেসলিগায় বাড়ছে করোনার সংক্রমণ

বেশ কিছুদিন আগেই মাঠে ফিরেছে জার্মান বুন্দেসলিগার ২০২০-২১ মৌসুমের খেলা। দীর্ঘ বিরতির পর এই আসরে যাওয়া খেলোয়াড়দের মধ্যে নাকি কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জার্মান লিগ সূত্র বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উয়েফা ন্যাশনাল লিগে সুইজারল্যান্ডের হয়ে খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি। ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে করোনা আক্রান্ত হন লিপজিগের মালির মিডফিল্ডার আমাদু হাইডারার। এছাড়াও ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দল থেকে করোনা নিয়ে ক্লাবে ফিরছেন হার্থা বার্লিনের মাত্তেও গুয়েনডুজি।

লিপজিগের স্পোর্টস পরিচালক মার্কাস ক্রুয়েশ জানান, কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এক্ষেত্রে ফিফার একটি নির্দিষ্ট গাইডলাইন থাকা উচিত ছিল। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ম্যাচ আয়োজন না করাই ভালো।

হার্থা কোচ ব্রুনো লাবাদিয়া বলেছেন, করোনা পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এখন তো দেখা যাচ্ছে সবচেয়ে বাজে পরিস্থিতির দিকে যাচ্ছে।

ইতোমধ্যে সারা ইউরোপজুড়ে শুরু হয়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। আর জার্মানিও এর ব্যতিক্রম নয়। এ জন্যই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন