ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গিটার-উকুলেলের চাহিদা বেড়েছে জাপানে

মহামারি করোনা ভাইরাসের প্রকোপের কারণে বেশির ভাগ মানুষ ঘরে অবস্থান করেছে। আর এ সময়ে জাপানে বেড়েছে বাদ্যযন্ত্র বিক্রির ব্যবসা। এরমধ্যে বেশি বিক্রি হচ্ছে গিটার ও উকুলেলে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এ বাদ্যযন্ত্রগুলোর বিক্রি গতবারের তুলনায় দ্বিগুণ বেড়েছে। 

বাদ্যযন্ত্র বাজিয়ে অনেক জাপানি লকডাউনের স্ট্রেস কমানোর চেষ্টা করছেন। আরো সিরিয়াস সংগীতশিল্পীরা সাউন্ডপ্রুফ কক্ষে বসে মনের ইচ্ছেমতো তাদের সংগীত চর্চা করছেন এবং বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করছেন।

বিশেষ করে তরুণীদের মধ্যে উকুলেলের জনপ্রিয়তা বাড়ছে বলে জানায় ইয়ামানো মিউজিক। টোকিও মেট্রোপলিটনে ৪০টি দোকান পরিচালনা করে প্রতিষ্ঠানটি। শুরুর দিকের সংগীত চর্চাকারীদের জন্য ১০ হাজার ইয়েন বা ৯৫ ডলারে উকুলেলে সরবরাহ করছে তারা।

গত জুন থেকে আগস্টের মধ্যে হাওয়াইয়ান স্ট্রিংবিশিষ্ট বাদ্যযন্ত্রের বিক্রি গত বছরের তুলনায় ২ দশমিক ১০ গুণ বেড়েছে। এছাড়া অ্যাকুস্টিক গিটারের বিক্রি বেড়েছে ২ দশমিক শূন্য ৮ গুণ।

৪৪ বছর বয়সী এক নারী বলেন, উকুলেলের তারের প্রতিধ্ধনি ও সুরের মূর্ছনা আমাকে দুঃখের অনুভূতি ভুলে থাকতে সহায়তা করে।

অন্যান্য যে বাদ্যযন্ত্রের চাহিদা বেড়েছে, তার মধ্যে রয়েছে ইলেকট্রিক পিয়ানো ও কিবোর্ড।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন