বাজার নিয়ন্ত্রণে এবার আলুর দাম বাড়ালো সরকার। খুচরা পর্যায়ে কেজিপ্রতি আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ।
আগামীকাল (২১ অক্টোবর) থেকে নির্ধারিত দামে আলু বিক্রি করা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর এই দাম পুনর্নিধারণ করা হয়। এর আগে গেল ৭ অক্টোবর প্রতিকেজি আলুর খুচরামূল্য নির্ধারণ করে দেয়া হয়েছিল ৩০ টাকা।
একই সঙ্গে পাইকারি পর্যায়ে কেজিপ্রতি আলুর দাম ২৫ ও হিমাগার পর্যায়ে ২৩ টাকা বেধে দেয় সরকার। তবে, দাম বাড়ানোর সিদ্ধান্তে এখন থেকে পাইকারি পর্যায়ে ৩০ ও হিমাগার পর্যায়ে কেজিপ্রতি আলুর দাম পড়বে ২৭ টাকা।
আজ সচিবালয়ে সাংবাদিকদের আলুর দাম বাড়ানোর ইঙ্গিত দিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রতিকেজি আলুর খুচরা দাম নতুন করে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে নির্ধারণ করা হবে।
আনন্দবাজার/ইউএসএস