ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজাপুরে উপনির্বাচনে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর কাঠিপাড়া ওয়ার্ডের উপনির্বাচন ভোট গ্রহণ চলছে। ফলে নারী ভোটারদের উপচে পড়া ভিড় জমেছে রাজাপুরে।

জানা গেছে, আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু শুরুর দিকে ভোটারদের খুব একটা উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ‌ করা যায়। তবে ভোটারদের মধ‌্যে পুরুষদের থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশি। নারীদেরকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাঠিপাড়া এস ডাব্লিউ মাধ‌্যমিক বিদ‌্যালয় কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে।

জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে ওয়ার্ডটি পদশূন্য হয়। পরে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। বর্তমানে নির্বাচনে তালা প্রতীক নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার তালুকদার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমেদ মোরগ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে জয়ের ব্যাপারে দুজনই অনেক আশাবাদী। এখানে মোট ভোটার সংখ্যা ৯৫৯ জন। এর মধ্যে পুরুষ ৪৮৯ জন এবং নারী ভোটার ৪৭০ জন।

এই বিষয়ে রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, এ বছর উপনির্বাচনে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটকেন্দ্রে কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। এই জন্য এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে আছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন