শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলাস্কায় ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে সুনামি

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৫। এই ভূমিকম্পের প্রভাবে আলাস্কায় আঘাত হেনেছে ছোট আকারের সুনামিও।

জানা গেছে, স্থানীয় সময় সোমবার ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিসট্রেশন জানায়, ভূমিকম্পের প্রভাবে ছোট আকারের সুনামি ওয়েভ বা জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ইতোমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

স্যান্ড পন্ড শহরের কাছাকাছি দুই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের রেকর্ড হয়েছে। ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ২৫ মাইল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, ভূমিকম্পটি থেকে হতাহতের সম্ভাবনা খুবই কম। তবে শক্তিশালী ওই ভূমিকম্পের পর কমপক্ষে আরও পাঁচটি আফটার শক অনুভূত হয়েছে। এগুলোর মাত্রা ৫ বা তার কিছুটা বেশি।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  বিশ্বে করোনায় প্রতি ১৫ সেকেন্ডে মারা যাচ্ছে একজন

সংবাদটি শেয়ার করুন