ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গৌরবের পনেরো পেরিয়ে ষোল’তে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম এবং রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার ১৫ বছর পূর্তি উপলক্ষে এবার সবচেয়ে বড় চমক হচ্ছে শিক্ষার্থীদের আবাসিক তকমা ঘুচাতে যাওয়া প্রথম ও একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা হল’ এর উদ্বোধন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এর সামনে সকাল ৯.১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানটি শুরু হবে। এরপর সকাল ৯.৩০ মিনিটে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল-এর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। পরে ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে তথা ১৮৬৮ সালে ব্রাহ্ম স্কুল, ১৮৮৪ সালে উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে কলেজ এ রূপান্তরিত হয়। এরপর জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়ের আইন পাস করে ২০০৫ সালের ২০ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। পুরনো কলেজের শিক্ষক ও অবকাঠামো নিয়ে শুরু বিশ্ববিদ্যালয়টি মূলত কলেজের আঙ্গিকে চলতে থাকে। ২০১১ সালে এটি প্রকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। ২০১৪ সালে ক্যাম্পাস সম্প্রসারণের লক্ষে কেরাণীগঞ্জে ২২ বিঘা জমি ক্রয় করে।

শিক্ষার্থীদের আন্দোলনের পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়টিকে আধুনিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেরাণীগঞ্জে ২ হাজার কোটি টাকার একটি প্রকল্পের মাধ্যমে ২০০ একর জমি অধিগ্রহনের কাজ শেষ হয়েছে। এখন সেখানে জমি ভরাট ও মাষ্টার প্লানের কাজ চলমান রয়েছে।

এ জায়গায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবন ১১টি হল সহ যাবতীয় সুযোগ সুবিধা থাকবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদে ৩৬টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটে প্রায় ৬৮৯ জন শিক্ষক, ১৩ হাজার ১৬৫ জন শিক্ষার্থী এবং ৬৮৬ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছে। এমফিল প্রোগ্রামে ১৯৭ জন এবং পিএইচডিতে ৮০ জন শিক্ষার্থী গবেষণারত আছেন। গবেষনা খাতে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া দেশী ও বিদেশী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষনা করছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহনে বর্তমানে ২৮টি বাস আছে। মঙ্গলবার (২০ অক্টোবর) একটি নতুন বাস উদ্ভোধন হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে আরও পাঁচটি ডাবল ডেকার বাস ক্রয় করা হবে। শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিৎ করতে বর্তমান ক্যাম্পাসে একটি আধুনিক মেডিকেল সেন্টার করা হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, কলেজে থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হওয়া প্রতিষ্ঠানটি একটি সংকটের মধ্যে ছিল। মেধাবী শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগের মাধ্যমে একাডেমিকভাবে অনেক এগিয়ে গেছে বিশ্ববিদ্যালয়টি। অবকাঠামোর দিকে কলেজ আমলের পুরনো কয়েকটি বিল্ডিং ছাড়া কিছুই ছিল না। কেরাণীগঞ্জে পূর্ণাঙ্গ ক্যাম্পাসের কাজ চলমান। শিক্ষাঞ্জনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন নিজস্ব একটি জায়গা তৈরি করে নিয়েছে।

আনন্দবাজার/শাহী/সাইদ

সংবাদটি শেয়ার করুন