শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে জনপ্রতিনিধি সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রাণবন্তর কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই তথ্য অফিসের কর্মরত অনিল চাকমার উপস্থাপনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মেম্বার চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ হারুন। কর্মশালায় বক্তারা বলেন, শিশু ও নারীদের উন্নয়ন ঘটাতে হলে প্রথমে শিক্ষার হার বাড়াতে হবে। আর শিক্ষার হার বাড়লে সচেতনতা বৃদ্দি পাবে। সকলকে শিক্ষার ব্যাপারে আরো সচেতন হওয়া প্রয়োজন। দেশে নারী ও শিশু নির্যাতন অহরহ বাড়ার কারণে বর্তমান সরকার প্রতিহত করার উদ্যোগ নিয়েছেন। বাল্য বিবাহ সহ সকল অপরাধ কর্মকান্ড কমে যাবে।
বক্তারা আরো বলেন, শিশু শ্রম, শিশু নির্যাতন, নারী নির্যাতন, প্রতিরোধ করতে প্রশাসনকে সহায়তা করতে হবে। বর্তমান বিশ্বব্যাপী মহামারি করোনা, প্রার্দুভাবে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর তুলনায় বাংলাদেশের মৃত্যুর হার তুলনামূলক কম, কারণ জননেত্রী শেখ হাসিনার যুগপোযোগী পদক্ষেপ গ্রহণ করার কারনে বক্তারা করোনা পরিস্থিত মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহবান জানান।
আনন্দবাজার/শাহী/কাইয়ুম