ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে ইসরায়েলের সাথে হাত মেলাল বাহরাইন

অবশেষে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল বাহরাইন। রবিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাহরাইনের রাজধানী মানামায় এ চুক্তি করা হয়।

মিসর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পর চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে বাহরাইন। এমনকি ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা করলে দেশটির নাগরিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় মানামায় এক অনুষ্ঠানে বাহরাইনি ও ইসরায়েলি কর্মকর্তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে যৌথ চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। এখন দুই দেশেই পরস্পরের দূতাবাস খোলার কথা আছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, এ সংক্রান্ত নথিতে ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ সম্পর্কে কিছু উল্লেখ নাই।

চুক্তি স্বাক্ষরের পর বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল-জায়ানি বলেছেন, তিনি প্রতিটি ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা প্রত্যাশা করছেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন