ক্রিশ্চিয়ানো রোনালদো করোনাভাইরাস প্রটোকল ভেঙেছে বলে অভিযোগ তুলেছিলেন ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জও স্পাদাফোরা। আর সেই অভিযোগের জবাবেই ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেন রোনালদো।
জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। শুরুতে পর্তুগালে কোয়ারেন্টিনে থাকার কথা ছিল সি আর সেভেনের। কিন্তু তিনি এরপর ঠিক করেন, বিশেষ বিমানে ইতালিতে ফিরবেন। পরে অ্যাম্বুলেন্সে করে পৌঁছেছেন তুরিনে।
এরপরেই ইতালির ক্রীড়ামন্ত্রী অভিযোগ করেছিলেন যে, ক্রিশ্চিয়ানো রোনালদো স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন। এরই জবাবে রোনালদো এরপর ইন্সটাগ্রামে বড় একটা বার্তায় এই অভিযোগ খন্ডন করেছেন, আমি শুনেছি একজন ভদ্রলোক অভিযোগ করেছেন, আমি নাকি স্বাস্থ্যবিধি মানি নাই। তার এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা।
রোনালদো বলেন, আমি নিয়ম মেনেই ইতালিতে এসেছি, সব ধরনের প্রটোকল ফলো করছি এবং সামনেও ফলো করবো। তবে বিবেকের দিক দিয়ে আমি পরিষ্কার, আমি কোনও নিয়ম অমান্য করিনি। এই সময়ের মধ্যে আমি কারও সংস্পর্শে আসিনি।
এই মুহূর্তে তুরিনে নিজ বাসায় আইসোলেশনে আছেন রোনালদো। কোনো লক্ষণ নেই তার, শারীরিকভাবেও সুস্থ আছেন তিনি।
আনন্দবাজার/এম.কে