আগামী নভেম্বরে টি-২০ এবং টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। টেস্ট সিরিজটি কলকাতার ঐতিহাসিক স্টেডিয়াম ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। এর আগে এই স্টেডিয়ামে কোন টেস্ট খেলেনি টাইগাররা। কলকাতা টেস্টের মুহূর্তগুলো আরও স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ করা হয়েছে।
এরই মধ্যে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে আইএএনএসকে নিশ্চিত করেছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন মূখপাত্র । সিটি অব জয় খ্যাত কলকাতা টেস্টে দুই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন কি-না সেটাও দ্রুতই নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।
বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ইতোমধ্যে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হতে যাচ্ছেন। আগামী ২৩ অক্টোবর বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন হবে। এখন শুধু বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা সৌরভ গাঙ্গুলির। ভারত-বাংলাদেশ সিরিজ দিয়ে তার দায়িত্ব পালন শুরু হবে।
বাংলাদেশ আগামী ৩ নভেম্বর ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে ১০ নভেম্বর। দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। এরপর ইডেন গার্ডেনে ২২ থেকে ২৬ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ।
এর আগে ২০১১ বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনালে মোহালিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তৎকালীন পাকিস্তান প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/বাবলু