ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) শেখ রাসেল হলের উদ্যোগে হল প্রাঙ্গণে শেখ রাসেল এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আ স ম শোয়াইব আহমেদ।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সহ আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারন সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান, ছাত্রলীগ ইবি শাখার নেতা কর্মীবৃন্দসহ শেখ রাসেল হলের হাউস টিউটর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল হলের উদ্যোগে আজ রাত ৯টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আনন্দবাজার/শাহী/তিতলী

সংবাদটি শেয়ার করুন