আর্সেনালের বিপক্ষে জয় পেয়েও বিতর্কিত ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ম্যানসিটির আর্জেন্টাইন ফুটবলার সার্জিও আগুয়েরোর এক কাণ্ডেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওই ম্যাচে নারী রেফারিকে স্পর্শ করে বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরোর।
আর্জেন্টাইন এ তারকার ওই ছোঁয়া স্পর্শকাতর ছিল বলে মনে করা হচ্ছে। তা ওই নারী রেফারির প্রতিক্রিয়া থেকে তেমনই মনে করা হচ্ছে। হাফটাইমের ঠিক আগের মুহূর্তেই এই ধরনের ঘটনা ঘটিয়ে বসেন আগুয়েরো।
ওই ম্যাচের সহকারি নারী রেফারি সিয়ান মাসে-এলিসের শরীরে স্পর্শ করে জন্ম দেন বিতর্কের। ম্যাচের প্রথমার্ধে লাইন্সওম্যানের দায়িত্বে থাকা সিয়ান ম্যাসি ইলিয়াসের দেয়া থ্রোর সিদ্ধান্তকে দ্বিমত পোষণ করেন ম্যানসিটি স্ট্রাইকার। এরপর রেফারির কাঁধে হাত দিয়ে আলতো চাপ দেন আগুয়েরো। ওই নারী রেফারি অস্বস্তি বোধ করায় আগুয়েরোর হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচ শেষ হওয়ার আগেই সমালোচনার ঝড় শুরু হয়। ম্যাচ শেষে তাই সিটি কোচ পেপ গার্দিওয়ালাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়।
গার্দিওয়ালা বলেন, আপনারা এগুলো কী বলেতেছেন। আমার পরিচিতদের মধ্যে আগুয়েরো অন্যতম একজন মানুষ ভালো। সমস্যা খুঁজলে অন্য কিছুতে খুঁজে নিন। তাই বলে এইটাতে খুঁজবেন না।
আনন্দবাজার/এম.কে