দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ (১৭ অক্টোবর) সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে, পরীক্ষার তারিখ ও পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান উপাচার্যরা।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে। তবে, অনলাইনে কিংবা উপস্থিত থেকে কীভাবে পরীক্ষা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরিন আক্তার জানান, ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করতে বিশ্ববিদ্যালয় পরিষদ শীগ্রই আরেকটি বৈঠক করবে।
আনন্দবাজার/ইউএসএস