ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ায় নারী ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে অবস্থিত ‘ঘাগটিয়া বিট পুলিশিং’ কার্যালয়ের উদ্যোগে- সারা দেশের ন্যায় নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ পালিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ৫নং ঘাগটিয়া ইউনিয়নের চালার বাজার এলাকায় এই বিট পুলিশিং সমাবেশ পালিত হয়। এতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে প্রায় ২ শতাধিক মানুষের উপস্থিতিতে এই নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে ঘাগটিয়া বিট পুলিশিং এলাকার উল্লেখযোগ্য নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, ও স্থানীয় জনসাধারণ এই নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশে অংশগ্রহনকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরণের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতনতা অবলম্বণ করার জন্য অবগত করেন।

ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহীনুর আলম সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা পরিষদের সদস্য মোঃ আতিকুল ইসলাম রিংকু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারেক হোসেন রিপন, হারুন অর রশিদ মাঝি, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী কর্মকর্তা নূর-ই- আলম আসাদসহ অন্যন্য ব্যক্তিরা।

সমাবেশের সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন, ঘাগটিয়া বিট পুলিশিং কার্যালয়ের অফিসার এস আই মোঃ রমজান আলী ও সহকারী অফিসার এসআই খায়রুল ইসলাম।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন