বিশ্বজুড়ে মহামারী নভেল করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে নেওয়ার পরেও ১ কোটি ১০ লাখ মেয়ে শিক্ষার্থীর স্কুলে ফেরা হবে না। এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইউনেস্কোর প্রধান।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর প্রধান অড্রে আজুলে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সফরকালে এ কথা বলেন।
অড্রে আজুলে বলেন, অনেক দেশে করোনায় স্কুল বন্ধের কারণে দুর্ভাগ্যক্রমে এই ক্ষতি হচ্ছে। তিনি বলেন, আমাদের অনুমান, সারা বিশ্বে ১ কোটি ১০ লাখ মেয়ে স্কুলে ফিরতে পারবে না।
ইউনেস্কো প্রধান বলেন, দুর্ভাগ্যক্রমে মেয়েদের জন্য শিক্ষা এখনো খুব অসম রয়ে গেছে। মেয়েদের স্কুলে পড়াশোনার সুযোগের বিষয়টি ইউনেস্কোর একটি অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
আনন্দবাজার/টি এস পি