দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল পেছন থেকে তার গাড়িতে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় অভিনেতা রণবীরের কোনো চোট না লাগলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ি।
ভারতের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করে নিজের মার্সিডিজ বেঞ্জ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রণবীর সিং। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে কী ঘটেছে তা দেখতে যান রণবীর।
গাড়িটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা খতিয়ে দেখতে নামতেই তাকে দেখে রাস্তায় ভিড় জমে যায়। পাপারাৎজির ক্যামেরাবন্দি হন রণবীর। তবে তিনি বেশিক্ষণ রাস্তায় না দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
কবীর খানের ‘৮৩’ ছবির ডাবিং করছেন রণবীর সিং। বৃহস্পতিবার এই ছবির ডাবিং শেষেই বাড়ি ফিরছেলেন তিনি। এই ছবিতে রণবীরের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তার স্ত্রী দীপিকাকেই।
আনন্দবাজার/ডব্লিউ এস


