ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পোলান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণ

পানির নিচে পড়ে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৫ হাজার কেজি ওজনের এক বোমা ফাটিয়ে ধ্বংস করল পোলান্ডের সেনা। বোমাটি নিষ্কৃয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। বাল্টিক সাগরের কাছে একটি খাঁড়িতে পড়ে থাকা ওই বোমার বিস্ফোরণে কয়েক তলা বাড়ির সমান পানি লাফিয়ে উঠেছে।

১৯৪৫ সালে নাতসি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময়ে ওই বোমাটি ফেলেছিল রয়্যাল এয়ারফোর্স। এই বোমার নিক নেইম টল বয়, যার আর্থকোয়েক বোমা নামেও পরিচিতি রয়েছে।

উত্তর পোল্যান্ডের সিনোজেসির খাঁড়িতে ড্রেজিং করার সময়ে সন্ধান পাওয়া যায় বোমাটির। পানিস্তরের ১২ মিটার নিচে শুধুমাত্র এটির মুখ বেরিয়ে ছিল। লাম্বায় বোমাটি ৬ মিটার। যার ভেতরে ২.৪ টন টিএনটি ছিল।

বোমাটি যেখানে পড়ে ছিল তার থেকে ৫০০ মিটার দূরেই একটি ব্রিজ রয়েছে। তাই প্রথমদিকে পোলান্ড নেভি বিস্ফোরণ ঘটিয়ে বোমাটিকে নষ্ট করে ফেলার পরিকল্পনা বাতিল করেছিল। বিশেষ কৌশল অবলম্বন করে বোমার ভিতরে থাকা বিস্ফোরক নিষ্কৃয় করার পরিকল্পনা করে তারা। আর সেই কাজ করতে গিয়েই গত মঙ্গলবার ভয়ঙ্করভাবে ফেটে যায় বোমাটি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন