ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচে আম্পায়ারের উপর চাপ সৃষ্টি করেছেন মহেন্দ্র সিং ধোনি।
ওই ম্যাচে হায়দরাবাদের ইনিংসে ১৯তম ওভারে অফস্টাম্পের অনেক বাইরের একটি ডেলিভারিতে ওয়াইডের সংকেত দেন আম্পায়ার ক্রিস গ্যাফানি। ঠিক তখনই উইকেটের পেছন থেকে ধমক দিয়ে ওঠেন চেন্নাই অধিনায়ক ধোনি। তারপর অর্ধ প্রসারিত হাত দুইটি আবার আগের জায়গায় রেখে দেন আম্পায়ার।
এবার সে প্রসঙ্গে মুখ খুললেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এ নিয়ে বিতর্ক থামাতে নতুন নিয়ম আনার পরামর্শও দিয়েছেন তিনি।
ভারতীয় দলের সতীর্থ এবং বর্তমানে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে এক ইনস্টাগ্রাম আড্ডায় এ কথা বলেন কোহলি।
তিনি বলেন, আমি একজন অধিনায়ক হিসেবে কথা বলব। আমার মতে, ওয়াইড বল কিংবা হাই ফুল টসের ক্ষেত্রে রিভিউ থাকা উচিত। কেননা এসব সিদ্ধান্তও ভুল হতেই পারে।
তিনি আরও বলেন, আগেও আমরা দেখেছি যে আইপিএলের মতো বড় টুর্নামেন্ট কিংবা যেকোনো টি-টোয়েন্টি ক্রিকেটে একটা ওয়াইড বা হাই ফুল টস ডেলিভারি কত বড় পার্থক্য গড়ে দিতে পারে। খেলার গতি খুব দ্রুত বদলায় এবং ছোট ছোট বিষয় অনেক বড় প্রভাব ফেলে।
বিরাট কোহলি বলেন, আপনি যখন কোনো ম্যাচ ১ রানে হারেন এবং কোনো ওয়াইড বলে রিভিউ করতে না পারেন। তখন এটা কিন্তু যেকোনো দলের পুরো টুর্নামেন্টের যাত্রায়ই একটা ধাক্কা দিতে পারে।
কোহলির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাহুল বলেছেন, এমন নিয়ম আসলে সত্যিই অনেক ভালো হবে। প্রতি দলকে দুইটি করে রিভিউ দিয়ে বলা যেতে পারে যে যেকোনো সময় এগুলো ব্যবহার করা যাবে।
আনন্দবাজার/টি এস পি