লাতিন আমেরিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের বাছাইয়ে হ্যাটট্রিক করলেন নেইমার। এতে পেরুর বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে ব্রাজিল। এ ম্যাচে নতুন এক কীর্তি গড়েছেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড নেইমার।
এখন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে টপকে বসেছেন দ্বিতীয় স্থানে নেইমার। আর সে জন্যই তাকে ইনস্টাগ্রাম পোস্টে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন ‘দ্য ফেনোমেনন’ রোনালদো।
ব্রাজিলের জার্সিতে ১০৩ ম্যাচে নেইমারের গোল এখন ৬৪। রোনালদোকে ছাড়িয়ে পেলের গোলের রেকর্ডে চোখ ফেলেছেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। ৭৭ গোল নিয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন কিংবদন্তি পেলে।
নেইমারের অর্জনে ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, নেইমারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। দারুণ খেলছে, অ্যাসিস্ট করছে, ড্রিবল করছে। আকাশই ওর সীমানা। উড়তে থাকো! কী চমৎকার গল্পই না লিখে চলেছো। একজন পরিপূর্ণ ও পরিপক্ক খেলোয়াড়। বিস্ময়কর। মাঠের সব চাপ জয় করে আপন আলোয় আলোকিত করে চলেছে সে।
আনন্দবাজার/এম.কে