চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের অনার স্মার্টফোনের ব্র্যান্ডের কিছু অংশ বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থাতে প্রতিষ্ঠানটি ডিজিটাল চায়না গ্রুপ সহ আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আলোচনা শুরু করেছে। এ বিক্রি থেকে ২৫ বিলিয়ন ইউয়ান (৩.৭ বিলিয়ন ডলার) পাবে প্রতিষ্ঠানটি। মার্কিন নিষেধাজ্ঞার মুখে শুধু নিজেদের উচ্চ মূল্যের ফোনের দিকেই মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
মূলত তরুণ বয়সী ও বাজেট সাশ্রয়ী ক্রেতাদের বাজার ধরার জন্য হুয়াওয়ে অনার স্মার্টফোন বাজারে এনেছিল। রয়টার্স জানিয়েছে, বিক্রি করে দেওয়া হতে পারে অনার ব্র্যান্ড, এর গবেষণা ও উন্নয়ন সক্ষমতা এবং অনার ব্র্যান্ড সংশ্লিষ্ট সরবরাহ ব্যবস্থাপনা ব্যবসা। ঠিক কী কী বিক্রি হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
এমনও হতে পারে আড়াই হাজার কোটি ইউয়ানের বদলে নগদ অর্থ পেলে এক হাজার পাঁচশ’ কোটি ইউয়ানেই ব্যবসা বিক্রি করে দেবে হুয়াওয়ে।
গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যমতে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়ের বিক্রি করা মোট স্মার্টফোনের ১৪.৬ মিলিয়নই অনার স্মার্টফোন, যা মোট বিক্রি করা স্মার্টফোনের ২৬ শতাংশ।
আনন্দবাজার/ইউএসএস