ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরীক্ষায় পাস নারী ক্রিকেটাররা

গতকাল মিরপুরের ফ্লাডলাইটে অনুশীলনে নামার আগেই করোনা টেস্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাত ক্রিকেটারসহ ফিজিও, কোচ ও ট্রেনার নমুনা দেন। এ পরীক্ষায় দশজনই উতরে গেছেন।

আজ বৃহস্পতিবার বিসিবির উইমেনস উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে শারজায় মেয়েদের আইপিএল খেলতে ডাক পাওয়া দুই ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন ১৯ অক্টোবর আরও একবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিবেন। এরপর ২১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা দিবেন তারা। তবে দ্বিতীয় দফা নেগেটিভ হলেই তাদের বিদেশ সফর নিশ্চিত হবে।

আগামী ৪ থেকে ৯ নভেম্বর উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জে পেসার জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে এবং অলরাউন্ডার সালমা খেলবেন ট্রায়ালব্লেজার্সের হয়ে।

এদিকে মিরপুরে অনুশীলন চালিয়ে যাওয়া বাকি পাঁচ ক্রিকেটার নাহিদা আক্তার, শামামী সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল ও রাবেয়া খান নেগেটিভ এসছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন