গাজীপুরের কালিয়াকৈরের টান সুত্রাপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে একটি কলোনীর অন্তত ৮ টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ওই এলাকার আলাল উদ্দিনের কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে ওই বাড়ির এক ভাড়াটিয়া সিলিন্ডার গ্যাসে রান্না করছিল হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পাশের জিএমএস কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কলোনীতে বসবাসকারী বেশিরভাগ লোক বিভিন্ন কারখানায় কর্মরত থাকায় আবদ্ধ ঘরগুলোতে থাকা ফ্রিজ, টিভি, নগদ টাকাসহ সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম জানান, সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও জিএমএস কারখানার অগ্নিনির্বাপক কর্মীরা দেড় ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবি করেছেন।
আনন্দবাজার/শাহী/মিলন