শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় রোভারের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা

মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভারের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মো: মোফাখ্খার হোসেন খান পথিকের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি বি.এম.সি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হামিদুল হক, এল.টি।

আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান রিজভী, যুগ্ম সম্পাদক মোঃ মামুনূর রশীদ, ডি.আর.এস.এল জান্নাতুন ফেরদোসী। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা রোভারের সম্পাদক মো. নাসিম আলম। ৭টি ইভেন্টে নওগাঁ জেলার বিভিন্ন কলেজ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

বিকেলে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জ্জা ইমাম উদ্দীন। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ ও রোভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 আনন্দবাজার/শাহী/অনিক

আরও পড়ুনঃ  নওগাঁয় গমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে

সংবাদটি শেয়ার করুন