ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উলিপুরে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী স্থানীয় সড়ক প্রদক্ষিন করে। পরে উলিপুর-জুম্মাহাট সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‘খাদ্য সুরক্ষা ও দ্রারিদ্রতা নিমূলে আদিবাসী ও গ্রামীণ নারীর অবদানই মূখ্য’ প্রতিপাদ্য নিয়ে মহিলাদের যুব সমাজকল্যাণ সমিতির আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও সিডা’র অর্থায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি সদস্য আব্দুল জলিল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সোশ্যাল সাপোর্ট কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, ইউপি সদস্য সীমা রানী, আছমা বেগম।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের সমন্বয়কারী লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা রত্না রানী রায়, প্রকল্প সহায়ক ভক্তিরানী, সাইফুল ইসলাম, তুলি রানীসহ কিশোর-কিশোরী, নারী ও পুরুষ দলের সদস্যবৃন্দ। এসময় গ্রামীণ অর্থনীতিতে নারীর ভুমিকা ও অর্থনৈতিক ক্ষমতায়ণে নারীদের অংশগ্রহণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনমত তৈরিতে সকলের এগিয়ে আসার আহবান জানানো হয়।

আনন্দবাজার/শাহী/হাফিজ

সংবাদটি শেয়ার করুন