বিতর্কিত জলসীমা নিয়ে বৈঠকে বসেছে লেবানন ও ইসরায়েল। আজ বুধবার সংক্ষিপ্ত বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, আগামী ২৮ অক্টোবর ফের আলোচনায় বসবে দেশ দুটি।
আজ বুধবারের বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই পক্ষই জলসীমা বিতর্ক নিয়ে আলোচনা দীর্ঘায়িত করার ওপর জোর দিয়েছে। তারা শুধু জলসীমা সমস্যার সমাধানের ওপরই আলোচনা সীমাবদ্ধ রাখে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সম্পকৃ স্বাভাবিকীকরণের যে প্রক্রিয়া চলছে, সে বিষয়ে বৈঠকে কোনো কথা হয়নি।
লেবাননের সীমান্ত শহর নাকুরায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদর দফতরে উদ্বোধনী আলোচনা শুরু হয়েছে।
লেবাননি প্রতিনিধি দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসাম ইয়াসিন জানান, তার বিশ্বাস, আলোচনার মধ্য দিয়ে যৌক্তিক সময়ের মধ্যেই ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা এই বিতর্কের অবসান হবে।
প্রথম বৈঠকের পর এক বিবৃতিতে তিনি জানান, বৈঠকটি সামুদ্রিক সীমান্ত সমস্যার ‘হাজার মাইল’ দূরত্ব লঙ্ঘনের প্রথম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করছি আমরা। আমরা দূরত্ব পেরোতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা যৌক্তিক সময়ের মধ্যে আমাদের দেশের স্বার্থে একটা শান্তিপূর্ণ চুক্তিতে যেতে আগ্রহী।
আনন্দবাজার/টি এস পি