ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

থাই রাজার আগমনে নজিরবিহীন বিক্ষোভ

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের দেশে ফেরা উপলক্ষে আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজপথ। আজ বুধবার রাজধানী ব্যাংককে থাই রাজার গাড়িবহরকে উদ্দেশ্য করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ।

এসময় বিরোধীরা থাইল্যান্ডের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকা থাই রাজা ভাজিরালংকর্নের ক্ষমতা কমানোর দাবি জানান। এছাড়াও দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচারও পদত্যাগ চান তারা।

এদিন বিক্ষোভকারীদের বিরোধিতায় রাজধানীর রতচাদম্নোয়েন অ্যাভিনিউয়ে সমবেত হয়েছিলেন রাজ পরিবারের সমর্থকেরাও। তাদের অনেকেই রাজকীয় হলুদ রঙের টি-শার্ট পরে এসেছিলেন। এসময় সরকার সমর্থকদের সাথে বিরোধীদের সংঘর্ষ এড়ানোর জন্য দুই পক্ষের মাঝে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ।

এদিকে ছাত্রদের নেতৃত্বে গত জুলাই থেকেই থাইল্যান্ডে সরকারবিরোধী বিশাল বিক্ষোভ শুরু হয়। এছাড়াও চলতি সপ্তাহেও ব্যাংককে গত কয়েক বছরের মধ্যে বৃহত্তম বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন