শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্পেক্সএক্স ক্রু-১ মিশন পেছালো নাসা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) চার নভোচারীকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে পাঠাবে নাসা। কিন্তু দুর্ভাগ্যবশত ফ্যালকন-৯ রকেটের ফার্স্ট স্টেজ ইঞ্জিন গ্যাস জেনারেটরে সমস্যা দেখা দেওয়ায় ৬ মাস মেয়াদি মিশনটি পেছানো হয়েছে। এ বছর ৩১ অক্টোবরের মধ্যে পাঠানোর কথা ছিলো বলে জানিয়েছে নাসা কর্তৃপক্ষ। 

নাসা জানিয়েছে, নভেম্বরের শুরুতে বা মাঝামাঝি সময়ে স্পেসএক্স ক্রু-১ মিশন পরিচালনা করা হবে। মিশনটিতে যাবেন নভোচারী মাইকেল হপকিনস, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও সোইচি নাগুচি।

নাসা ও স্পেসএক্স ২০১৪ সালে একত্রে ক্রু-১ মিশন পরিচালনার প্রকল্প হাতে নিয়েছিল। আগামী কয়েক বছরের মধ্যে বাণিজ্যিকভাবে মহাকাশে স্থাপিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পর্যটক পাঠাতে চায় ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। প্রকল্পটির নাম ক্রু ড্রাগন হিউম্যান স্পেসক্রাফট ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে আরও ৫টি মিশন পরিচালনার কথা। এর মধ্যে ক্রু ড্রাগন মিশন সম্পন্ন হয়েছে আগস্টে। গত জুনে ফ্যালকন-৯ রকেটে করে ডাউ হার্লে ও বব বেনকেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) যান। সেখানে তারা দুই মাস কাটিয়ে আসেন।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  চীনে গুগলের সব অফিস বন্ধ

সংবাদটি শেয়ার করুন