ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চোরাই মোবাইল কেনা-বেচা চক্রের ৪ সদস্য গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে চোরাই মোবাইল ফোন চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই স্মার্ট মোবাইল ফোন, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-পাঁচবিবি উপজেলার চকিদার পাড়া গ্রামের আবুল কালামের ছেলে তুহিন ইসলাম(২০), পশ্চিম বালিঘাটা গ্রামের আবুল হাসানের ছেলে রানু হোসেন(৩৩), ঢাকাইয়া পট্রি গ্রামের গিরেন রায়ের ছেলে জনি রায়(২০) ও হরিপুর গ্রামের হামিদ শেখের ছেলে রনি শেখ (২৪)।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোন চুরি করে আসছিল। কবরস্থান এলাকায় চোরাই মোবাইল ফোন চক্রের সদস্যরা বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬টি চোরাই স্মার্ট মোবাইল ফোন, ১টি ল্যাপটপসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি,ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

আনন্দবাজার/শাহী/বাবুল

সংবাদটি শেয়ার করুন