ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণপদক স্মারক পেলেন উলানিয়া ইউপি চেয়ারম্যান

কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও যোগ্য সমাজসেবক হিসেবে স্বর্ণপদক স্বারক পেলেন মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান (লিটন)

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইআইপিএফ) এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা স্বারক দেয়া হয়। কুরিয়ার সার্ভিসে পাঠানো স্বারকের সাথে দেয়া হয় একটি পত্র। এতে লেখা রয়েছে, কর্মক্ষেত্রে আপনার সততা, দক্ষতার জন্য আপনাকে সম্মাননা স্বর্ণপদক স্বারক দেয়া হলো। এনিয়ে ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে অনুষ্ঠান করা হয়নি। তাই মনোনীত ব্যক্তিকে কুরিয়ার যোগে সম্মাননা স্বারক দেয়া হয়। কুরিয়ার যোগে পাওয়া সম্মাননা স্বারকটি তিনি গতকাল স্থানীয় এমপি পংকজ নাথ’র হাত থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

এ বিষয়ে উলানিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমাকে যে সম্মান দিয়েছে ইউনিয়ন পরিষদ ফোরাম তা শুধু আমার নয়, গোটা ইউনিয়ন বাসীর। আগামীতেও যেন আমি জনগণের সেবায় নিবেদিত থাকতে পারি এজন্য সবার সহযোগিতার কামনা করছি । আমার এই সম্মাননা পাওয়ার ক্ষেত্রে পরিষদের সচিব ভাস্কর চন্দ্র পাল’র মুখ্য ভূমিকা রয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন