দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ (১৩ অক্টোবর) ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। এদিন ডিএসইতে লেনদেন ৫০০ কোটির ঘরে অবস্থান করছে। যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।
পূর্বে গত ৩০ জুলাই ডিএসইতে ৫৮০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএসই প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০৪ কোটি ৬৪ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৬৯৪ কোটি ৪৯ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস