ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাম বিভ্রান্তিতে পড়েছেন তামিম ইকবাল

দুজনই ওপেনার। দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন হচ্ছেন তামিম ইকবাল খান। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক তার। ড্যাশিং এই ওপেনারের এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে যুক্ত হয়েছে সাফল্যের নানা পালক। অন্যজনের আন্তর্জাতিক ক্যারিয়ার এখনো শুরুই হয়নি। কিন্তু বয়সভিত্তিক দলের এই ব্যাটসম্যান এরই মধ্যে নাম কামিয়েছেন।
অপরদিকে নাম বিভ্রাটে পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। প্রেসিডেন্টস কাপের জন্য বিসিবি যে দল সাজিয়েছে, সেখানে তার দলেই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

সিনিয়র তামিমরা যেটি করতে পারেননি সেটি করেছেন জুনিয়র তামিমরা। জিতে নিয়েছেন যুব বিশ্বকাপ। অনূর্ধ্ব-১৯-এর হয়ে আলো ছড়ানো এই ব্যাটসম্যানকে এবার রাখা হয়েছে তামিম ইকবাল একাদশে।

সবকিছু ঠিক থাকলে দুই তামিম হয়তো একসাথে ওপেন করতে নামবেন। তবে তার আগে সিনিয়র তামিম যে কিছুটা বিভ্রান্তিতে পড়ে গেলেন!
দু’জনেই লম্বা ইনিংস খেললে কতোবার যে ধারাভাষ্যকারের কণ্ঠে উচ্চারিত হবে তামিমের নাম, তা কে জানে! জুনিয়রকে নিয়ে মধুর সমস্যায় সিনিয়র তামিম সরাসরি স্বীকারই করেছেন সেটি।

তামিম ইকবাল জানান, এত দিন আমাকে সবাই তামিম ভাই বলে ডাকত। এখন প্র্যাক্টিসে ওকেও তামিম-তামিম বলে ডাকছে। দুজনকেই তাকাতে হয়। একটু দ্বিধায় পড়ে যাচ্ছি। সবাইকে অনুরোধ করেছি, যদি সম্ভব হয় ওকে অন্য কোনো নামে ডাকতে।

তবে তানজিদ তামিমকে নিয়ে খুবই আশাবাদী জাতীয় দলের ড্যাশিং ওপেনার। তিনি জানান, সে খুবই প্রতিভাবান ক্রিকেটার। ওর সাথে নেটে ব্যাটিং করেছি। বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই প্রতিশ্রুতিশীল মনে হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন