আজ মধ্যরাত থেকে আগামী ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। প্রজনন মৌসুমে মা ইলিশের সুরক্ষার স্বার্থে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুদ এবং সকল পরিবহন নিষিদ্ধ থাকবে।
গতকাল সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সচিবালয়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি জানান, মা ইলিশ রক্ষায় ইলিশের প্রজনন সময় বিবেচনা করে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে মৎস্য সংরক্ষণ আইন সংশোধন করে ইলিশ আহরণ নিষিদ্ধের সময়সীমা ২২ দিন নির্রধারণ করা হয়েছে।
ওই সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, নিষিদ্ধকালে কোনোভাবেই দেশের জলসীমায় ইলিশ আহরণের অবৈধ চেষ্টা সফল করতে দেওয়া হবে না। ইলিশের প্রজননের সময় কোনোভাবেই মা ইলিশ আহরণ করতে দেওয়া হবে না। মা ইলিশ আছে-এমন নদীতে কাউকে মাছ ধরতে দেওয়া হবে না। নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহলের পাশাপাশি অত্যাধুনিক উপায়ে মনিটর করা হবে যাতে কোনো নৌকা বা জাহাজ কোনভাবেই ইলিশ ধরতে না পারে।
এছাড়াও ইলিশের প্রাচুর্য, স্বাদ ও সহজলভ্যতার বাংলাদেশকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং অধীনে নানা দপ্তর-সংস্থা, নৌ পুলিশ, কোস্ট গার্ড, মাঠ প্রশাসন সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।
আনন্দবাজার/এইচ এস কে