ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে দিনব্যাপি মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ-অধিক সুযোগ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে  ঝালকাঠি সদর হাসপাতালের সভা কক্ষে দিনব্যাপি মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালীর সভাপতিত্বে কর্মশালায় স্বাস্থ্য বিধি  মেনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্যারামেডিকস সহ ৩০ জন অংশগ্রহণ করেছে।
মুল বিষয়ের উপরে সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবুয়াল হাসান মাল্টিমিডিয়ায় উপস্থাপনা করেন। অন্যদের মধ্যে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ জাফর আলী দেওয়ান, ডাঃ শাকিল খান ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস বিষয় ভিত্তিক আলোচনা করেন। ঝালকাঠি নন কমিউনিক্যাবেল ডিজেজ কন্ট্রোল ও জেলা সিভিল সার্জন কার্যালয় এর আয়োজন করেছে।
মানসিক স্বাস্থ্য বিষয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহনকারীদের ধারণা দেয়ার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
আনন্দবাজার/শাহী/বাঁধন

সংবাদটি শেয়ার করুন