ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে ব্যাংকাররা

বৃষ্টির কারণে কেন্দ্রীয় ব্যাংকের মূল ফটক থেকে শুরু করে সড়কের অলিগলিতে পানি বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এবং ব্যাংকের কর্মকর্তারা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে বৃষ্টির পর কেন্দ্রীয় ব্যাংকের আশেপাশে এমন চিত্র দেখা গেছে।

বিভিন্ন কাজে বাংলাদেশ ব্যাংকে আসা লোকজন তাদের জুতা খুলে হাঁটু পানির মধ্য দিয়ে ব্যাংকে প্রবেশ করছেন। অনেকে এসে ঘুরে যাচ্ছেন, আবার যারা আগে ভেতরে ঢুকেছেন তারা বের হতে পারছেন না।হযবরল পরিস্থিতি বিরাজ করছে এলাকাটিতে।

কেন্দ্রীয় ব্যাংকে আসা বেসরকারি ব্যাংকের এক কর্মী আল আমিন জানান, ব্যাংকের একটি রিপোর্ট জমা দিতে এসেছি। কিন্তু পানির জন্য যেতে পারছি না। এখন বাধ্য হয়ে জুতা খুলে পানিতে নেমে যেতে হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মী জানান, একটু বেশি বৃষ্টি হলেই এখানে হাঁটু পানি জমে যায়। পানি নামতে দুই তিন ঘণ্টা লেগে যায়।

এদিকে ক্ষোভ প্রকাশ করে এক ব্যাংকার জানান, যদি কেন্দ্রীয় ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান পানির নিচে এভাবে ডুবে থাকে তাহলে কিছু বলার থাকে না। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এখানে কাজ থাকে তাই অনেকে আসে। অধিকাংশ সেবাপ্রার্থীই ফরমাল ড্রেসে আসেন। এখন যদি জুতা খুলে এই নোংরা পানি নেমে ভেতরে যেতে হয় তাহলে কী অবস্থা চিন্তা করা যায়! খুবই বিরক্তকর। পানিতে নামা ছাড়া কোনো উপায় নেই।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন