ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মৎস্যখাতে অগ্রগতিতে নতুন উদ্যোগ নিয়েছে সিটি ব্যাংক

বাংলাদেশে মৎস্য খাতের সার্বিক অগ্রগতিতে নতুন উদ্যোগ নিয়েছে বেসরকারি সিটি ব্যাংক। কিন্তু আর্থিক স্বাক্ষরতা এবং ঋণপ্রাপ্তির বিষয়টি এ অগ্রগতিতে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সিটি ব্যাংকের এসএমই ব্যবসা এবং ইউএসএআইডির অর্থায়নে ও ওয়ার্ল্ড ফিশের বাস্তবায়নে ‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ শীর্ষক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির ফলে মৎস্য খাতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য বিভিন্ন ধরনের ঋণের মাধ্যমে আর্থিক স্বাক্ষরতা ও ঋণপ্রাপ্তি সহজ হবে।

এই ঋণ মৎস্য খাতে সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনা সহজ করবে এবং আর্থিক স্বাক্ষরতা ব্যবসায় দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। যশোর, খুলনা, বরিশাল, কুষ্টিয়া ও ফরিদপুর জেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন