ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করায় অপরাধটি কমে আসবে : আইনমন্ত্রী

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করায় অপরাধটি কমে আসবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে অধ্যাদেশ জারি করবেন বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আমরা নিশ্চয় বিশ্বাস করি যে, ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করায় এই অপরাধটি কমে আসবে। না হলে (সাজা) বাড়ানোর প্রশ্নটায় আসতাম না।

উল্লেখ্য, আজ সকালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন