ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পণ্য পরিবহণ ধর্মঘট স্থগিতের ঘোষণা

নয় দফা দাবিতে সারাদেশে (১২ ও ১৩ অক্টোবর) পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। রবিবার (১১ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংগঠনটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাক-কভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে।

আগস্টের ২৬ তারিখ ঢাকার বেড়িবাঁধ এলাকায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা ট্রাক স্ট্যান্ডে পার্ক করে রাখা ১৭টি ট্রাক ও ড্রাম সরিয়ে দেন সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নিলামে চারটি ট্রাক বিক্রি করে দেয়া হয় ওই অভিযানে। এতে ক্ষুব্ধ পরিবহন মালিকরা ১২ ও ১৩ অক্টোবর সারাদেশে পণ্যবাহী যানবাহন ধর্মঘটের ডাক দেন।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে ট্রাক-কভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, আমাদের প্রধান দাবি ছিল ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক-শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া। আজ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসেছিলাম। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক-শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার লক্ষ্যে একটি কমিটি গঠনের উদ্যোগের কথা বলা হয়েছে। শিগগির এই কমিটি গঠন করে ক্ষতিপূরণ দেয়া হবে— এমন আশ্বাস পেয়েই আমরা পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত করেছি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন