ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী, সা.সম্পাদক কবির

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক কালের কন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মেহেদী হাসান সভাপতি ও বাংলানিউজ ২৪ ডট কমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কবির আবরার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে শুরু হওয়া নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি বোরহানুল হক সম্রাট নতুন কমিটি ঘোষণা করেন। বিকল্প প্রার্থী না থাকায় সমিতির কার্যনির্বাহী পরিষদের বাকি ৭টি পদেই নেতৃত্ব নির্ধারিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়৷

নির্বাচনে বোরহানুল হক সম্রাটের সাথে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম এবং সাবেক সভাপতি মাহবুব রনি৷

৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে দ্যা ডেইলি স্টারের আশিক আবদুল্লাহ অপু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের আবদুল্লাহ আল জোবায়ের, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের আবু সাঈদ ইসিয়াম, দপ্তর সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের ইসমাঈল সোহেল, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক আলোকিত বাংলাদেশের মামুন তুষার, দৈনিক আমাদের নতুন সময়ের মেহেদী হাসান বিল্লাল ও দৈনিক সমকালের মাজহারুল ইসলাম রবিন।

সমিতিতে মূলত দুটি পক্ষ রয়েছে৷ একটি পক্ষে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা, অন্য পক্ষে রয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা৷ সমিতির ৪৩ জন সদস্যের মধ্যে এবার ২৩ জন রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আর ২০ জন রয়েছেন অন্যান্য বিভাগের৷ সমিতির প্রথা মেনে পক্ষভিত্তিক সমঝোতার ভিত্তিতে আজ রবিবার আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব পেল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি৷

আনন্দবাজার/শাহী/মনির

সংবাদটি শেয়ার করুন