ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের জন্য আকাশপথ উন্মুক্ত করলো জর্ডান

ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর এবার  জর্ডানও নিজেদের আকাশসীমা মুক্ত করে দিয়েছে। গেল ৮ অক্টোবর ইসরায়েল ও জর্ডানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এতে করে উভয় দেশের বাণিজ্যিক বিমান উভয়ের আকাশপথ ব্যবহার করতে পারবে। খবর : তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

এ চুক্তির ফলে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে ইসরায়েলি বিমান ইউরোপ ও উত্তর দক্ষিণ আমেরিকা অতিস্বল্প সময়েই ভ্রমণ করতে পারবে। অর্থাৎ এখন থেকে ইসরায়েলি বিমানকে দীর্ঘ পথ ঘুরতে হবে না।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-জর্ডানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তিটি বেশ কয়েক বছরের জন্য করা হয়েছে। চুক্তির ফলে ইসরায়েলের জ্বালানি খরচ অনেকটাই কমে যাবে ফলে বিমান ভাড়াও অনেক কমানো হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন