মহামারি করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসের সুবিধার্থে প্রতিমাসে বিনামূল্যে ১৫ জিবি ইন্টারনেট ডেটা সরবরাহ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
সম্প্রতি অনলাইন ডাটা সরবরাহ কমিটি এ উদ্যোগ নিয়েছে বলে জানান, চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঠদানের সুবিধায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি মাসে ১৫ জিবি ইন্টারনেট ডেটা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
“এজন্য মোবাইল অপারেটর রবির সাথে আলাপ আলোচনা করেছে। রবিও এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। রবির নেটওয়ার্কের মাধ্যমে তারা এ সুবিধা পাবেন।”
উল্লেখ্য, অক্টোবর মাসের মধ্যেই শিক্ষক-শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন বলে জানান প্রক্টর।
আনন্দবাজার/শাহী