ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারো বিয়ে করলেন শ্যামল

জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা বিয়ে করেছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকবেন বর-কনের বন্ধুরাও। আজ (১০ অক্টোবর) শনিবার তিনি দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদারের সঙ্গে ঘর বাঁধলেন। এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন অভিনেতা শ্যামল মাওলা।

শ্যামল মাওলা বলেন, ‘করোনার মধ্যে বিধিনিষেধ মেনে যতটুকু করা যায় সেভাবেই একটা ঘরোয়া আয়োজন হচ্ছে। হুট করে বিয়ের আয়োজন করায় কাছের অনেককে জানাতে পারিনি। কেউ কষ্ট পাবেন না। সবার কাছে দোয়া চাই আমাদের নতুন জীবনের জন্য।’

শ্যামলের পাত্রী মাহা শিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন। তিনি শোবিজেও যাত্রা করেছেন এরই মধ্যে। তাকে দেখা গেছে ছোট পর্দায় অভিনয় করতে।

প্রসঙ্গত, এটি শ্যামল মাওলার দ্বিতীয় বিয়ে। এর আগে প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে তিন বছরের সংসার ছিল তার। ‘শ্রেয়ণ’ নামে তাদের একটি পুত্রসন্তানও আছে।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন