শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শারজাহতেই অনুষ্ঠিত হবে মেয়েদের আইপিএল

চলতি বছর আইপিএলকে অনুসরণ করেই সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট। তবে বাকি রয়েছে শুধু টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ। 

এদিকে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর মতে, শারজাহতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক তিন দলের এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ।

নারী আইপিএলে অংশ নিতে চলতি মাসের ১৩ তারিখের মধ্যেই তিন দলের আরব আমিরাতে পৌঁছাবে। এর আগে ভারতের ৩০-৩৬ জন নারী ক্রিকেটারকে মুম্বাইয়ে ৯ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে।

উল্লেখ্য, আগামী ৪-৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট। এই আসরে এবার বাংলাদেশের দুই নারী ক্রিকেটার পেসার জাহানারা আলম এবং টি টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুনকে দেখা যেতে পারে।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  দেখে নিন জাহানারা-সালমাদের আইপিএল দল

সংবাদটি শেয়ার করুন