করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় পর বাংলাদেশের মাঠে ফিরতে চলেছে ক্রিকেট। রবিবার থেকে মিরপুরে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে প্রেসিডেন্ট কাপ।
এদিকে আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “প্রেসিডেন্ট কাপের” ট্রফি উন্মোচন করা হয়েছে।
এই টুর্নামেন্টে তিনটি দলের মধ্যে একটি দলের নেতৃত্বে আছেন তামিম ইকবাল। এদিন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, জাতীয় দলে সুযোগ পেতে তরুণদের জন্য এটি বিশাল সুযোগ।
তিনি বলেন, দীর্ঘদিন পর আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরবো। এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক কিছুই অর্জন করতে পারি। এই টুর্নামেন্টে যদি কেউ ভালো ব্যাট করলে কিংবা অসাধারণ বোলিং করে তাদের জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে।
জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করার জন্যই এটি সকলের জন্য বড় একটি সুযোগ বলে মনে করেন তামিম ইকবাল।
আনন্দবাজার/এম.কে