ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবি’র প্রশাসনিক পদে ১৭ জন শিক্ষকের কর্মবিরতি প্রত্যাহার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উপাচার্যের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে ১৭ জন শিক্ষক কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

এদিকে, এর আগে ভিসির অসহযোগিতার জন্য একাডেমিক ও প্রশাসনিক কাজে চরম অচলাবস্থা সৃষ্টির অভিযোগ এনে প্রশাসনিক পদে কর্মবিরতি শুরু করেন তারা। দু’দিন পর গত শুক্রবার তারা এ কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেয়ার ঘোষণা দেন। একইসাথে তারা ভিসির সব কাজে সহযোগিতার আশ্বাস দেন।

হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মু.আবুল কাসেম এর সাথে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার এর নেতৃত্বে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. ফাহিমা খানম, অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, অধ্যাপক ড. খালেদ হোসেন, অধ্যাপক ড. মাহবুব হোসেন, অধ্যাপক ড. ইমরান পারভেজ ও ড. মোঃ রাশেদুল ইসলাম।

আনন্দবাজার/শাহী/আজিজ

সংবাদটি শেয়ার করুন