ঢাকা | শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘জুনে মোংলা অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন হবে’

আগামী বছরের জুন মাসের মধ্যেই পণ্য উৎপাদন পরিকল্পনার অংশ হিসেবেই মোংলা অর্থনৈতিক অঞ্চলের কাজ এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। শুক্রবার (০৯ অক্টোবর) মোংলা অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

পবন চৌধুরী জানান, গ্রিন অর্থনৈতিক অঞ্চল হিসেবে এই অঞ্চলকে পরিচিত করতে সকল ধরনের কাজ চলছে। ২০৫ একর জায়গার উপর মোংলা অর্থনৈতিক অঞ্চলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের স্থাপনা তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, কৌশলগত অবস্থানের কারণে এই অর্থনৈতিক অঞ্চল পরিণত হবে দেশের সবচেয়ে লাভজনক অর্থনৈতিক অঞ্চলে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন