ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করল কানাডা

প্লাস্টিক সামগ্রী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডার ফেডারেল সরকার। এছাড়া এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে গ্রোসারি করতে ব্যবহার করা প্লাস্টিক ব্যাগও।

স্থানীয় সময় বুধবার সকালে এ ঘোষণা দিয়েছে ফেডারেল পরিবেশ মন্ত্রী জনাথন উইলকিনস।

এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী বছরের শুরু থেকে। গ্রোসারি ব্যাগ, প্লাস্টিকের তৈরি কাটলারি, চা বা কফি নাড়ানোর স্টিক, স্ট্র, খাবার নেয়ার প্লাস্টিক প্যাকেজিং, ছয় প্যাকের প্লাস্টিক রিং ইত্যাদি প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ ঘোষিত হয়েছে।

পরিবেশ মন্ত্রী জানান, প্লাস্টিক সামগ্রী পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এমন সিদ্ধান্তে রেস্টুরেন্টগুলো টেক আউট সার্ভিস নিয়ে সমস্যায় পড়বে কিনা, এ ব্যাপারে মন্ত্রী বলেন, রেস্টুরেন্টগুলোকে বিকল্প খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্লাস্টিকের বিকল্প খুঁজে বের করে তাদের ক্রেতাদের সেবা দেবে।

উইলকিনস বলেন, ২০৩০ সালের মধ্যে শূন্য প্লাস্টিকের বর্জ্য অর্জনের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে ফেডারেল সরকার অন্যান্য প্লাস্টিকের আইটেমগুলোর জন্য নতুন মান তৈরি করছে যার জন্য তাদের ন্যূনতম পরিমাণে পুনর্ব্যবহৃত উপাদান থাকতে হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন