ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শান্তি আলোচনায় বসছে আর্মেনিয়া-আজারবাইজান

রাশিয়ার অনুরোধে যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনায় বসছে আজারবাইজান ও আর্মেনিয়া। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের জ্যেষ্ঠ কূটনীতিকেরা মস্কোয় আলোচনায় বসছেন। গতকাল রাতে মানবিক দিক বিবেচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশকে আলোচনায় বসার আহবান জানান।

আজারবাইজার-আর্মেনিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আলোচনায় বসার জন্য পুতিনের আহবানের পরও বিতর্কিত অঞ্চলটিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত সংঘর্ষ চলছিল। এ সময় বেসামরিক লোকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে অনেক আগে থেকেই আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে বৈরী সম্পর্ক। সোভিয়েত আমলে পার্বত্য অঞ্চল নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ ছিল। তবে নব্বইয়ের দশকের শুরুতে এক যুদ্ধে অঞ্চলটি দখল করে নেয় আর্মেনিয়া।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন